তুমি বরং জানতেই পাবে না
মাহফুজা আক্তার এম.এ.কে

আমার গহীন অনুভূতির রাজ্য
তোমায় কভু বোঝাতে পারবো না,
তাই দুরত্বের অঢেল প্রাচীর তুলে
সরে গেলাম আর ধরা দিবো না!

তুমি না হয় তোমার নবীন ভুবনে
ঝলমলে আলো নিয়ে থাকো সুখে,
এক আকাশ ও এক সমুদ্র সমান
পাথর নিয়ে প্রহর কাটাবো দুখে!

তুমি নিশ্চিত থাকো ওগো প্রিয়
তোমার চারিদিকে ছায়া পড়বে না,
হয়তো খুব শীঘ্রই ধরণী ছাড়বো
তুমি বরং জানতেই পাবে না!

১৯-০৪-২৪ইং