রাজপথে বুক পেতেছি
মাহফুজা আক্তার এম.এ.কে

এ প্রজন্মকে থামাও দেখি
রাজপথে বুক পেতেছি
রক্ত মাখা রাজপথে
আরো রক্ত দিতে এসেছি...!

যতই হোক রক্তের প্লাবন
বিজয় নিয়ে ফিরবোই,
সাদা কাফন জড়িয়ে
অন্যায় বিলিন করবোই...!

০৫-০৮-২৪ইং