পুষ্প
মাহফুজা আক্তার এম.এ.কে
ওহে পুষ্প এতো জলদি
ঝরে পড়বে বল কেনো?
এখনও তো শর্বরী আসেনি
মুগ্ধ লোচনে দেখবো শোনো..
প্রভাত গড়িয়ে তপ্ত দুপুর
দুপুর পেরিয়ে রক্তরাগ গোধূলি,
সন্ধ্যা ক্ষীণ গন্ধে আলোকিত
তোমায় মার্জনা মানো বলি...
বিনম্র সমীহ জানাই তোমাতে
তুমি ভুলেছো নাকি মোরে?
জলন্ত মোমের অংশী হয়ে
পথিক রয়েছি চাহনির তরে...
০৭-০৭-২০