পূর্ণিমাতিথি
মাহফুজা আক্তার এম.এ.কে

বুকের ভিতর কেমন যেনো হচ্ছে আসর,
মন চাচ্ছে হয়ে যাক কবিতার ও বাসর,
পলাশ চুপিসারে দিচ্ছে আগমনী বরষা,
শিউলি তলা করে চন্দ্রের উপর ভরসা  ।
কত দিন পেরিয়ে গেছে মনে পড়লো আজ,
সে দিনের চোখের পলকের কথার সাজ,
কত ক্ষত কত শূন্যতার পর্দা চিহ্ন পড়ে,
সে বেলার মায়ার ছায়া আজ পারদ গড়ে  ।
হঠাৎ করে বজ্রপাতে আকাশ ভাঙ্গে মাথায়,
হীরক খচিত কাব্য লিখি হৃদয় খাতায়,
স্মৃতির পতাকা উড়ে রোজ উঠান  মাড়িয়ে,
মনের বিষাদ দ্বিগুণ যায় ঘ্রাণে ছাড়িয়ে   ।
যায় না স্পর্শ করা  জোনাকির আলো,
হিমের পরশে পূর্ণিমাতিথি লেগেছে ভালো,
কোথায় গেলো হঠাৎ করে সুধা মাখা দিন,
ধরার বুকে ভীষণ খরা আজ থাকে ঋণ  ।

22-09-20
( 16 মাত্রা & 16 লাইন
ষোড়শী কবিতা  অক্ষরবৃত্ত )