পুড়বে নগর
মাহফুজা আক্তার এম.এ.কে

জলের বুকে
জলের লিখন
আহা কী! অঙ্কন  ।

আকাশের বুকে
জলের ওজন
নির্বাকে স্থির গগণ ।

মরুর দ্বীপে
বালির বেষ্টন
হয় না কভু কর্তন  ।

দিয়াশলাই ক্ষুদ্রতম
বারুদে আবরণ
পুড়বে নগর একতায় গর্জন ।

১৪-১০-২১ইং