স্পন্দন মশাল
মাহফুজা আক্তার এম.এ.কে

হিয়ার তেপান্তরে তব আবেশ
অনন্তকাল ধরে বহমান রবে,
অভিনব প্রেষণায় উন্নত শিরে
তব চেতনা প্রাণে জাগ্রত বরে!

তুমি সেই স্পন্দন মশাল
পুলকিত করো পারাবারসম,
তব আলেয়ায় বিভর হতে
আজও অধীর এই হিয়া মম!

১০-০৩-২৫ইং