প্রভাত নিশি পেরিয়ে
মাহফুজা আক্তার এম.এ.কে

তবে কী দূরত্ব গড়তেই
এতো কাছাকাছি আসা,
অভিমানের স্তুপ জমাতে
বুঝি এতো গভীর ভালবাসা!

তবে কী পাশাপাশি থেকে
কথার সুরধ্বনি ভুলে যেতে,
সেই প্রভাত নিশি পেরিয়ে
একদা উঠেছিলাম মেতে!

১৪/১১/২৪ইং