প্রথম পদ্ম দেখার অনুভব
মাহফুজা আক্তার এম.এ.কে

ক্লান্ত আঁখি যুগল বন্ধ করে
প্রথম পদ্ম দেখার অনুভবে,
মিশে গেলাম অদৃশ্য স্পন্দনে
কী প্রগাঢ় মোহ ছিল নিরবে...!

যখন কঠোর পাহারা থাকতেও
সরোবরে সেই পদ্ম স্পর্শ করি,
তখন স্বর্গের ইশারা মনে হয়েছিল
যার কম্পনে আজও ডুবে মরি....!

১০-০৭-২৪ইং