প্রস্তাব
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রস্তাব - চলো
ঘুরেই আসি,
ঘন পদ্ম বিলে
তুমি আমি মিলে !

কাল যাপনে
হবে আয়েশ,
পদ্ম পাতার জলে
যেনো সূর্য নাহি ঢলে !

মাতবো উচ্ছ্বাসে
গতিহীন ঊর্মির ন্যায়,
ফিরতে চাইবে না মন
তবু ফিরতেই হবে চিরন্তন !

০৪-০৯-২২ইং