প্রকৃতির পরশে
মাহফুজা আক্তার এম.এ.কে

ও পাহাড়!
তোমাকে মনে পড়লেই,
মেঘের ভেলা নৃত্য করে
আমার হিয়ার গহীনে!

ও সমুদ্র!
তোমার কথা ভাবলেই,
তোমার তরঙ্গমালা বিভোর করে
আমার উদাসীন মৌন প্রহরে!

ও ঝর্ণা!
তোমাকে স্বরণ করলেই
প্রবাহিত তোমার জলধারা,
আমাকে নিভৃতে বিমোহিত করে!

ও পাহাড়! ও সমুদ্র! ও ঝর্ণা!
আমাকে একনিষ্ট সঙ্গী করো,
তোমাদের প্রচলিত নিয়মে
আমি পিয়াসু প্রকৃতির পরশে!

১৭/০১/২৫ইং