প্রকৃতি গড়া সাজ
মাহফুজা আক্তার এম.এ.কে

বহু দিবস পর হঠাৎ আজ,
চোখে পড়লো প্রকৃতি গড়া সাজ,
নয়ন পেলো কিছু শান্তি,
ষৎ সিক্ত মুছে শ্রান্তি,
তাই খেয়ালে ডুবে যায়নি সাঁঝ !

(মাত্রাবৃত্ত ৫৫৫৫২ /৫৫৫৫)
০৬-১২-২২