প্রবল তৃষ্ণা
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রবল কথা বলার তৃষ্ণা নিয়ে
তোমার সাথে কথা বলতে গিয়ে,
তোমাকে না জানিয়ে ফিরে আসি
তুমি কী বুঝতে পারো প্রণয় রাশি...!
তোমার মায়াবী নয়নের আরাধনায়
শত যুগ অনায়াসে পার করতে পারি,
তুমি কী তা হৃদয়ঙ্গম করতে পারো
নাকি আমি শুধু উত্তাল সমুদ্রের আহাজারি...!
তোমায় এক পলক দেখার নেশায়
উন্মাদ রূপে অর্ধ মৃত্যুর মতো হয়ে যাই,
তুমি কী তা উপলব্ধি করতে পারো
নাকি আমি শুধু শুধু দক্ষিণা পবনে হারাই...!
০৭-০৬-২৪ইং