নির্বাকের প্রলেপ
মাহফুজা আক্তার এম.এ.কে
বাকের উপর নির্বাকের প্রলেপ
প্রতিবিম্ব নিথর দেহে খামে বন্দি,
দূর্বাঘাস বোল হারিয়ে ঊষাকালে
হিমের ঝর্ণায় করে নিপুণ সন্ধি ।
শিল বীথিকায় নিভু বোলের দৃশ্য
স্বচ্ছন্দে দৃষ্টি নন্দিত সস্নেহে করে,
ছেড়া তন্তুর অভেদ সংযোজনে
বাকের অলংকার যুগযুগে গড়ে।
১১-১২-২১ইং