পুষ্প প্রেমীর আহার
মাহফুজা আক্তার এম.এ.কে
সারা রাত জেগে থাকি
কখন ঝরবে তুমি?
তোমার ছোঁয়া পেয়ে
অমৃতময় হবে ভূমি ।
তোমার গায়ে শিশির কণা
লেপটে থাকতে চায়,
শীতের আগমনে তাইতো
শিশির উল্লাসে গায় ।
শিউলি তুমি প্রভাতের
পুষ্প প্রেমীর আহার,
সৌরভ মাখা শুভ্র অঙ্গ
এই তোমার বাহার ।
২১-১১-২১ইং