পরম শূন্যতা
মাহফুজা আক্তার এম.এ.কে

রেল স্টেশনে প্রতিক্ষারত
কখন ট্রেন আসবে অজানা,
পরম শূন্যতা জমা পাঁজরে
শুভ্র মেঘপুঞ্জ ধরছে বাহানা!

গন্তব্য অচীনপুরের ঠিকানা
ঠাঁই মিলবে কিনা ধোঁয়াশা,
তবুও উড়ন্ত পাখির মতো
এক টুকরো রয়েছে আশা!

বেলা শেষে রাখার মতো
ছোট্ট নিবাসে ফেরার সাধ,
হবে কী পূরণ এই পিয়াসা
নাকি ধূসরতায় হবে বরবাদ!

১৪-০৮-২৩ইং