পদ্মে তোমার বাসনা
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে পদ্মকে স্পর্শ করেছিলাম
এ শুধু তোমার ইচ্ছাতে হয়েছিল,
তোমার সাধনা কে পূর্ণতা দিতেই
অগোচরে হিয়া দুর্বার হয়েছিল...!
অবশেষে তোমার বাসনা পূর্ণ হলো
তুমিও সেই পদ্মকে প্রথম দেখলে ,
তোমায় পদ্মকে এনে দিতে পেরে
হিয়া আজও অনুরাগে কথা বলে...!
১০-০৭-২৪ইং