পিয়াসু বিমুগ্ধ টানে
মাহফুজা আক্তার এম.এ.কে
কত স্বপ্ন বুনে ছিলাম মননে
কত কথা কহিবো তব সনে,
তব সেই নিবিঢ় কলতানে
এ হিয়া পিয়াসু বিমুগ্ধ টানে!
অবশেষে এসে পড়িলাম
ধূসর ছন্দে মাতিলাম,
আঁখিতে কিছু নাহি দেখিলাম
এই কী সাধনা করে ছিলাম!
২২/০১/২৫ইং