অশরীরী আত্মার সুবাস
মাহফুজা আক্তার এম.এ.কে

সুখ পাখিটা উড়ে গেছে
আপন ভুলে মন মেতেছে
অসুখ খোঁজার তরে,
সেথায় গিয়ে একেলা বাস
অশরীরী আত্মার সুবাস
আর ফিরেনি ঘরে!

সুখ পাখিটা নতুন মুখে
নতুন সোহাগ বিলায় দুখে
আত্ম ভুলে থাকে,
ঝড় বাদলের বোঝা লয়ে
দহন স্মৃতি সব যায় সয়ে
আর নিরবে ডাকে!

সুখ পাখিটা দুখ আবেশী
নিজের দেশে আত্মান্বেষী
অশরীরী বেশে,
নিনাদ তুলে নির্জনতার
আত্ম দংশন আর বহতার
স্রোতে যায় সে ভেসে!

১০-০২-২৪ইং
(স্বরবৃত্ত ৪৪৪৪৪২)