পাথর স্তুপ
মাহফুজা আক্তার এম.এ.কে

কেনো অন্তর্দহন হলো না
তবে কী পাথর হয়েছি,
কেনো অশ্রুপাত হলো না
তবে কী পাথর হয়েছি!

এমন কেনো হলে আজ
এমন তো হওয়ার ছিল না,
কেনো পাথর স্তুপ হলো
এ তো মানা গেলো না!

১৭/১২/২৪ইং