প্রকৃতির অংশ
মাহফুজা আক্তার এম.এ.কে

এসেছি ধরাধামে
প্রকৃতির অংশ হয়ে,
চলে যাবো শীঘ্রই
স্বর্গীয় পরশ হয়ে!

এই যে কিছুটা
বিরামকাল রইলো,
মৃত্তিকা ও গগণ
অমর স্বাগত জানালো!

২২-০৪-২৫ইং