অভিনব সাধ
মাহফুজা আক্তার এম.এ.কে

জীবন্মৃতের স্বাদ
এক অভিনব সাধ,
পেয়েছে যে একদা
সে হয়নি বরবাদ!

সে তো মৃতের সমতুল্য
যার তুলনা অপরিমেয়,
স্বর্গীয় সুবাসের মতো
তার ক্ষত অপরিমেয়!

০৬/১২/২৪ইং