অভিমানের প্রাচীর
মাহফুজা আক্তার এম.এ.কে
সেই কবে অভিমানের
দীর্ঘ প্রাচীর বেঁধেছিল,
আজ কয়েক বছর পর
একটু প্রাচীর ভাঙ্গলো...!
আজ সেই অনুভূতিতে
কত পরিবর্তন হলো,
কত শত অব্যক্ত কথা
আকাশে ঠাঁই পেলো...!
কী নির্মম সময়ের ঘাত
কখনো বিষিয়ে তোলে,
কখনো প্রকৃতির প্রভাবে
ভিন্ন রকম ছন্দে দোলে...!
১৩-০৯-২৪ইং