আবিষ্ট শিশির
মাহফুজা আক্তার এম.এ.কে
আর যদি বাঁশি না বাজে,
তবে কি তুমি আসবে না!
স্নিগ্ধ এই বৃক্ষের ছায়াতলে,
যদি বাঁশির সুর রয় অপ্রকাশিত,
তবে কি তুমি বর্ষণ বুঝবে না,
গোপনে কেমন তরঙ্গ হচ্ছে জলে!
এই উদগীরণ রবে ইতিহাসে,
যেমন শিশির আবিষ্ট ঊষার ঘাসে!
০১-০৪-২৪ইং