অস্পর্শ ধ্বনি
মাহফুজা আক্তার এম.এ.কে

অস্তরাগে ফিরলাম
দুর্লভ যাত্রা থেকে,
দুষ্কর দৃষ্টিরা শোকে
দ্রোহকে যায় ডেকে !

অতঃপর একদা ছিলাম
শত নিবিঢ় চিহ্নকে গুণে,
তবে আজ নির্জন হয়েই
যাচ্ছি অস্পর্শ ধ্বনি শুনে !

২৫-০৮-২২ইং