অস্পর্শিত মহীধরে
মাহফুজা আক্তার এম.এ.কে
শূন্য মন্দির মম
পূর্ণ্যতা পেলো
তব পদ চরণে,
শ্যামল পল্লবে
তব রূপে অর্চনা
প্রেষণার স্বরণে!
অবদমিত মম
অনুরাগের তরী
তব তট পেরিয়ে,
অস্পর্শিত মহীধরে
বর্ষণ হয়ে ঠাঁই নিলো
অবশিষ্ট দম হারিয়ে!
০৬/১২/২৪ইং