অসীম গগণে হিয়া ঝরছে
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে তোমার সাথে
সাক্ষাৎ না করেই এসেছি,
তোমার ব্যগ্রতা দেখতেই
ইহা কিন্তু স্বেচ্ছায় করেছি!
এই যে আমাতে তোমার
আকুলতা বেড়েই চলছে,
ইহা কেমন করে থামাবো
অসীম গগণে হিয়া ঝরছে!
এই যে কখনো কথা না বললে
অভিমান পাথরের স্তুপ জমে,
এই স্তুপ কিভাবে বহন করবো
বাকরূদ্ধতায় দ্বিধার রাজ্য দমে!
২৩/১০/২৪ইং