অনুরাগে শিউলি
মাহফুজা আক্তার এম.এ.কে

ও প্রিয় শিউলি
কবে ফুটবে তুমি
তোমার অনুরাগে,
শীতের জীর্ণতায়
তৃষ্ণার্ত হয়ে থাকি
তোমার অনুরাগে!

ও প্রিয় শিউলি
প্রভাতের শিশিরে
কবে তোমায় দেখবো,
আর কবে তোমায়
আমার পরশ দিয়ে
দু'হাতে জড়িয়ে রাখবো!

ও প্রিয় শিউলি
আর কত প্রহর
প্রতিক্ষারত থাকবো,
তোমার আগমন
দুই নয়নে দেখতে
আর কত বিভর থাকবো!

৩০-০৯-২৪ইং