অনু কবিতা ১৫
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি উদাসীন রক্তিম গোধূলিতে
ধূসর মৃদু হাওয়ার সাথে করিও আলাপন ...
আমি না হয় ঝুম বৃষ্টি হয়ে ছূঁয়ে দিবো
তোমার বিরাম চিহ্নের হৃদস্পন্দন.....!

09-07-24