অনু কবিতা ১২
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমার জন্য প্লাকার্ড নিয়ে
ধর্মঘট হয়তো করতে পারবো না,
কিন্তু তোমার জন্য মায়াবী ভুবন
ছেড়ে দিবো তুমি কভু জানবে না...!

০২-০৭-২৪ইং