একটা হৃদপিণ্ড
মাহফুজা আক্তার এম.এ.কে
একটা হৃদপিণ্ড অথচ সেখানে
পোষা হয় অনেক কিছু,
রাগ অভিমান ভালবাসা
ক্ষোভ ঘৃণা ছাড়ে না কভু পিছু ।
তবুও কখনো সেথা থেকে
বেরিয়ে আসে পঁচা গন্ধ,
এসব নিয়ে অবিরত চলে
অন্তর্দেশে বজ্র প্রকট দ্বন্দ্ব ।
২৫-১০-২১ইং