ওহে শিমুল
মাহফুজা আক্তার এম.এ.কে

ওহে শিমুল মান করিও না
তোমার সাথে সাক্ষাৎ করতে,
ব্যস্ততার অযুহাত সপে দিয়ে
একটু যে বিলম্বই হয়ে গেলো!

বিনম্র আবেদন রইলো তোমাতে
এই মৌনতা আর দীর্ঘ করিও না,
ক্ষণস্থায়ী ধরণী ক'দিনই বা রবে
কবে যে ডাক আসে মৃত্তিকা হতে!

এই অবশিষ্ট সময় তোমার সাথে
আকুলতার আবেশে কাটাতে চাই,
ওহে শিমুল তুমি কভু না করিও না
তোমাতে কাটানো প্রহর ধন্য হোক!

২৩-০২-২৫ইং