ওহে প্রভাতের শিউলি
মাহফুজা আক্তার এম.এ.কে

ওহে প্রভাতের শিউলি
ঊষাতে ঝরে পড়িও না,
যতক্ষণ না আমি দেখি
তোমার অঙ্গের সিক্ততা!

তোমার রূপ দেখতেই
নিশিতে ঘুমিয়ে পড়ি না,
তোমার সিক্ত গাঢ় ঘ্রাণে
হিয়া জুড়ে জাগে ব্যগ্রতা!

০৯/১০/২৪ইং