ও কথা
মাহফুজা আক্তার এম.এ.কে

যে কথার রশ্মি বেশি,
সে কথার বেগ কম,
যে কথার রশ্নি কম
সে কথার গভীরতা বেশি!

হিয়ায় পাথর জমাইয়া
সেই কথা ভাবি নিরালায়,
ও কথা তুমি কী যাবে
আমার সাথে নিরালায়!

ও কথা চলো বাসিন্ধা হই
সমুদ্রের বালুচরের বুকে,
ও কথা চলো স্তুপ জমাই
নির্বাক চোখের ভাষা রুখে!

০৮-০৩-২৫ইং