ও গো সমুদ্র
মাহফুজা আক্তার এম.এ.কে
ও গো সমুদ্র
বিনম্র আবেদন
আমায় এই ভাবে
আকড়ে ধরো না,
ও গো সমুদ্র
তোমার তীর ছেড়ে
তাহলে আর কভুও
যেতে পারবো না!
ও গো সমুদ্র
তোমার বিশালতায়
আমি নিজেকে হারিয়েছি
ক্যামনে ফিরাবো নিজেকে,
ও গো সমুদ্র
তোমার উত্তাল গর্জন
আমাতে নিনাদ তুলেছে
আর যাচ্ছে ডেকে ডেকে!
ও গো সমুদ্র
তোমার ডাকে সাড়া দিয়ে
যদি এভাবে তোমার নীড়ে
চিরতরে থাকা যাইতো,
ও গো সমুদ্র
তাহলে কভু্ও আর কোথাও
তুমি হীন আমি বিহীন
আমার দৃষ্টি নাহি পড়তো!
১৭-০২-২৪ইং
কক্সবাজার সমুদ্র সৈকত