হে অশান্ত চিত্ত!
মাহফুজা আক্তার এম.এ.কে
হে অশান্ত চিত্ত!
নত হয়ে ফিরে যাও
তোমার রবের দিকে,
আর শেষ দিবসে
তিনি ছাড়া মুক্তি নাই
দয়া ঢালবে তব দিকে!
হে অশান্ত চিত্ত!
প্রভুর রাহে ফিরলে
প্রশান্তি মিলবে অঢেল,
তিনি সর্বদা প্রস্তুত থাকে
বান্দাকে কবুল করতে
যার রহমতের বর্ষণ অঢেল!
৩০-০৫-২৩ইং