ও শীতের বৃষ্টি
মাহফুজা আক্তার এম.এ.কে
ও শীতের বৃষ্টি
এভাবে বাড়াও কেনো
অবুঝ হৃদস্পন্দনের গতি!
ও শীতের বৃষ্টি
বুঝি না এই অবেলায়
কেমন তোমার নিশ্চুপ মতি!
ও শীতের বৃষ্টি
এভাবে হৃদস্পন্দন বাড়লে
ক্যামনে রোদের পরশ দিবে!
ও শীতের বৃষ্টি
তন্দ্রালু নয়নে আর কত
নির্বাকে অগ্নি পরীক্ষা নিবে!
০৬-১২-২৩ইং