হে কবি
মাহফুজা আক্তার এম.এ.কে
হে কবি উন্মাদ কেনো?
তব চিত্তকে দমন করো,
প্রকৃতির নির্যাস মায়া দেখতে,
চতুর্ভুজ মানচিত্র হয়ে ঘুরো...
এখন তো পরিপক্ব সময়,
ঘুমন্ত পুরের চৌকাঠ ভাঙ্গার,
তবে কি ছন্দমালা হারিয়েছে,
বিধ্বস্ত নগরীর দোলনা মাড়ার...
হে কবি দুরন্তপনা হও,
তামাম তমসা দুর করতে,
অর্ধ মাস্তুলের হাল ধরে,
নিজস্ব রাজ্যের নৃপতি সাজতে...
০২-০৮-২০ইং