ওহে মুসলিম উম্মাহ
মাহফুজা আক্তার এম.এ.কে
ওহে মুসলিম উম্মাহ
তুমি কি বধির হয়ে গেছো,
ফিলিস্তিনে গাজার কান্না
তুমি কী শুনতে পাচ্ছো না!
ওহে মুসলিম উম্মাহ
কোথায় তোমার ভ্রাতৃত্ব,
এখনো কেনো গাজা বাসীকে
মুক্ত করতে পারছো না!
ওহে মুসলিম উম্মাহ
জেগো উঠো দুর্বার হয়ে,
থামিয়ে দাও গাজার কম্পন
এখনো কেমনে আছো নিস্তব্ধ!
ওহে মুসলিম উম্মাহ
গাজায় আক্রমণ কারীদের
ভয়ানক শিক্ষা দাও আর
মূলসহ বিনাশে করো জব্দ!
২৬-১১-২৩ইং