ওগো গন্ধরাজ!
মাহফুজা আক্তার এম.এ.কে
ওগো গন্ধরাজ! তব ওই রূপ
দেখিবার তরে আমি অধির,
প্রতিক্ষণে প্রতি প্রহরে ভাবি
নিরালায় নত করে মম শির !
কবে আসবে সেই প্রভাত বেলা
আমি দেখিবো তোমায় অঢেল,
তোমার প্রস্ফুটিত রূপের বাহার
আমায় করবে বেসামাল পুষ্প তলে!
আমি অবচেতন ভাবে রইবো
আর তোমার সুগন্ধে মগ্ন হয়ে,
পার্থিব সবি ক্ষণিকে যাবো ভুলে
সেথায় রইবো নির্জন ঢেউ বয়ে !
৩০-০৩-২২ইং