ও চাঁদের জ্যোৎস্না
মাহফুজা আক্তার এম.এ.কে
ও চাঁদের জ্যোৎস্না!
তুমি আর উঁকি দিও না,
তোমার পূর্ণিমা এখন
যেনো অগ্নিগিরি বাসনা!
ও চাঁদের জ্যোৎস্না!
তুমি আমায় তমসা দাও,
নিকোষ কালো তমসায়
নিশ্চুপে বিভর করে নাও!
ও চাঁদের জ্যোৎস্না!
তোমার আলোয় বড্ড ক্লান্ত,
স্নিগ্ধতা আজ বহু খণ্ডিত
এ যেনো বিমর্ষ ম্লানে শ্রান্ত!
১৪-০৮-২৩ইং