অক্টোপাস
মাহফুজা আক্তার এম.এ.কে

পানির উপর লিখে যাবো
নৈঃশব্দ্যের ওই দীর্ঘ আখ্যান,
যেনো সেথা যাবে পাওয়া
অর্ক পদের পরিধি যান ।

অতিমিষ্ট নোনা বারির
সুরাপানে হবো উন্মাদ,
খানিক পরে ঘনশ্যামের
ধাওয়ায় টুটবে ওই অবসাদ ।

মেঘ মিলনের দিন অক্টোপাস
মাঝ পাথারে ঢেকুর তুললে,
উপরিস্থ আইকন ভেবে
নিবো তুলে দৈব জুটলে ।

২৩-০৩-২১ইং
(স্বরবৃত্ত ৪৪৪৪)