অক্টবরে শিউলি
মাহফুজা আক্তার এম.এ.কে
এই অক্টবরে ঝরে যাক বিষণ্ণতা,
এই অক্টবরে শিউলি হয়ে আসো,
এই অক্টবরে মৃদু বাতাস হয়ে ভাসো
এই অক্টবরে ঝুম বৃষ্টি হয়ে হাসো!
এই অক্টবরে ঝিঁঝিঁ হয়ে ডাকো
এই অক্টবরে কাশফুল হয়ে থাকো,
এই অক্টবরে কামিনী হয়ে ফোঁটো
এই অক্টবরে শিশিরের পরশ মাখো!
০৭/১০/২৪ইং