অবুঝ হিয়ার আর্তনাদ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে রোজ তুমি আমার
চোখের সামনে থাকো,
অথচ তাকাতে পারি না
এ কেমন অদৃশ্যে রাখো!
এই যে রোজ কথা বলো
আমি তো শুনতে পারি না,
এ কেমন স্বর্গীয় ধ্বনি
যা কভুও বোধগম্য হয় না!
এই যে রোজ নিরব আপষে
অব্যক্ত কথাদের জমাই,
কই তুমি তো পরশে বলোনি
এসো মেঘে মেঘে হারাই!
তুমি কভুও বুঝবে না
অবুঝ হিয়ার আর্তনাদ,
আমি নক্ষত্রের ভীড় থেকে
পাহারা দেই তুমি তো চাঁদ!
১৫/১১/২৪ইং