অবেলার আপোষ
মাহফুজা আক্তার এম.এ.কে

এ কেমন নীল আকাশ
পরনে তার মৃৎ সুবাস,
রবির ওম করে টলমল
ওদিকে খরস্রোতায় জল ।

এ কেমন দক্ষিণা সমীর
তারই মাঝে রিক্ততার নীড়,
শ্যামল বনের চরু ময়তা
নূয়ে পড়েছে অভেদ্য লতা ।

এ কেমন অবেলার আপোষ
অবসন্ন বিকেল বেলার রোষ,
ক্লান্ত গোধূলি অবশ মোহিনী
অমানিশার কাছে থাকে ঋণী ।

১৮-১১-২১ইং