অবাক দৃষ্টি
মাহফুজা আক্তার এম.এ.কে

ও তার অবাক দৃষ্টি
বিধাতার অপূর্ব সৃষ্টি,
ও তার মায়া ভরা মুখ
দেখে লাগে যে সুখ...!

ও তার দুরন্তপনা
ধরণীতে আনমনা,
ও সে চায় যে মুক্তি
আয়োজনে শত যুক্তি...!

ও তার নিবিঢ় চেতনা
জগৎ জুড়ে কল্পনা,
ও সে দীপ্ত গাংচিল
উড়বে আকাশ নীল...!

১১-০৯-২৪ইং