ও আমার সমুদ্রের গর্জন
মাহফুজা আক্তার এম.এ.কে
আমায় দু'ফোঁটা প্রেম দিও
ও আমার সমুদ্রের গর্জন,
আমার একটু জলচ্ছ্বাস দিও
ও আমার সমুদ্রের গর্জন...!
আমার একটু শিহরণ নিও
ও আমার লজ্জাবলী লতা,
আমার একটু পরশ নিও
ও আমার মাধুবী লতা...!
আমায় স্নিগ্ধ শিশির দিও
ও আমার ভেজা ঘাস,
আমায় একটু প্রণয় দিও
ও আমার পুষ্পের সুবাস...!
আমার তৃষ্ণার জল নিও
ও আমার ঝর্ণার ধারা,
আমার নীলের স্পর্শ নিও
ও আমার পাগলপারা....!
২২-০৫-২৪ইং