নক্ষত্রের সমাবেশে নিরবতা
মাহফুজা আক্তার এম.এ.কে
এই চাঁদের সাথে
নক্ষত্রের যে দূরত্ব!
নক্ষত্র কী তা বোঝে?
চাঁদ কী তা মানে?
আসলে সব দোষ
এই নিঝুম রাত্রির!
যদি রাত না নামতো
উঠতো না নক্ষত্র
সারা গগণে জুড়ে!
উঁকি দিতো না চাঁদ
অনন্য উপমা হয়ে!
সব দোষ এই রাত্রির!
শুধু রাত কে
দোষ দিলে হবে?
কিছু দোষ তো
ওই হিম কুয়াশার!
কুয়াশার রজনীতে
চাঁদ ছড়ায় মুগ্ধতা,
নক্ষত্রের সমাবেশে
শুধুই নিবিঢ় নিরবতা!
১২/১২/২৪ইং