নক্ষত্রের রাত
মাহফুজা আক্তার এম.এ.কে
আজ নক্ষত্রের রাত
তাই জেগে উঠেনি চাঁদ,
মাতাল হাওয়ার সাধ
করছে বিনয়ে বরবাদ ।
ভাদ্র মাসের এই দিন
বৃষ্টি করলো তাই ঋণ,
শুকনো পত্র প্রাণহীন
দীপান্তরে বাজে বীণ ।
আজ নক্ষত্রের রাত
পুষ্পে নেই সেই হাত,
পতনে গেছে প্রভাত
জাগবে না আর চাঁদ ।
১৭-০৮-২১ইং