নক্ষত্রের পাতায়
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ হতে শত কোটি বছর পরে
কথারা সব ইতিহাসের পাতায় রবে,
তাজা প্রাণের নিবেদিত স্বপ্নের নির্বাসন
ওই গগণে নক্ষত্রের পাতায় ঠাঁই হবে...!

কেউ কী জানতো আবার দেয়ালে
সন্ধ্যা নামবে নবীন প্রভাতের তরে,
আবির মাখা অস্তরাগে চিহ্নহীন হয়ে
উঠবে জেগে তেজী সূর্য আগত ভোরে...!

২৮-০৭-২৪ইং