নক্ষত্রের গতি
মাহফুজা আক্তার এম.এ.কে
আজ তুমি ভুবনে নেই
কোনো কিছু থেমে নেই,
তোমার চলে যাওয়াতে
নক্ষত্রের গতি স্থির নেই...!
তোমার প্রিয় জিনিসপত্র
আজ দেখো এলোমেলো,
কেউ তার নিলো না যত্ন
বাসনা সব এলোমেলো...!
তুমি কত সাধনা জড়িয়ে
আগলে রাখতে ভালবেসে,
তুমি চলে যাবার বিন্দু পরে
অভিলাষ উঠে মেকি হেসে...!
০২-০৯-২৪ইং